টাকা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
যোগ্যতা নেই,যোগ্যতা নেই
টাকা পাব কই,
টাকার জন্য যোগ্যতা হারিয়েছি
হারিয়ে ফেলেছি সই?
টাকার জন্য চাকুরী পাইনা
পাইনা কোন দাম,
টাকার জন্য পূর্ণ হয়না
মনের বাসনা-কাম।
টাকা টাকা করে
হারিয়ে ফেলেছি জাতের জ্যোতি,
টাকা ছাড়া শরীর অচল
ভাল নেই মতি-গতি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।