দূরে
- ফয়েজ উল্লাহ রবি

যদি কোন দিন ফিরে না আসি কোন কারনে
ভুলে যেও আমায় রেখনা মনে অযথা স্মরণে,
জেনে নিও আমি হারিয়ে গেছি ঐ দূর আকাশে
আসবোনা আর কভু কোন দিন, কোন অবকাশে।

সাজিয়ে নিও জীবন নতুন করে নতুন কোন সুরে
কথা দাও ? দুঃখ ব্যথা কান্না থেকে থাকবে দূরে,
খুঁজবেনা আমায় তুমি প্রকাশে-গোপনে ধারে ধারে
বিশ্বাস রেখ ! এই আমি আর কোনদিন আসবোনা ফিরে।

স্মৃতিগুলো দিও ভাসিয়ে সাগরে, রেখনা কোন চিহ্ন আমার
যতো কথা, যতো ব্যথা ফেলে দিও, রেখ না মনে তোমার
সেই গুলো তোমায় কাঁদাবে সদা, তাই ! মিশে যেও হৃদয়ে সবার
এই জনমে নয় গো সখি, দেখা হবে পর জন্মে ফের আবার।

মঙ্গলবার ২১ চৈত্র ১৪২২,
. ০৫ এপ্রিল ২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০৯-২০১৬ ২১:১৭ মিঃ

খুব সুন্দর লিখেছেন