আবেগ ঘন ক্ষণে
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
এবার ক্লান্ত দিবস রাঙিনী
ফিরে যাও যামিনীর তরে,
এবার শ্রান্ত দিবস মোহিনী
ফিরে যাও যামিনীর তরে ।
আঁধারের প্রীতি সাজে একছত্র আলোড়নে
শান্ত বিছানায় বিলানো তব শান্ত গানে,
মুর্হু মুর্হু বাজিবে ও আবেঘন শান্ত লগ্নে
দূরে বহুদূরে বাঁশী বাজিবার ও লগ্নে ।
প্রীতীতি জাগিবে এ ক্ষণে
ও প্রাণে বাঁশী বাজিবে এ ক্ষণে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।