ভুল
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ভালবাসা দিবসে
কাকে দিব ভাই ফুল,
আমার তো ভাই কেউ নাই
হারিয়েছি যে কূল।

যারে আমি ভালবেসে ছিলাম
সে এখন পর,
সে আজ অন্যের দাসী
করে তার ঘর।

কি করে তারে ভুলব
কেমনে দিব ফুল,
জীবন নামের রেলগাড়িতে
সবি-যে ভুল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।