নব বসন্তের আগমনে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ

নব বসন্তের আগমনে
প্রভাত পাখির গানে
ধরায় আনিল আজি আনন্দ উল্লাস।

বহিছে মৃদু সমীরন,
ফুল্ল কুসুমিত কানন,
চারিভিতে ওঠে মেতে ফুলের সুবাস।

পলাশবনে রং লেগেছে,
নানা রঙের ফুল ফুটেছে,
শিমূলের ফুলকলিরা ধূলাতে লুটায়।

নদীর ঘাটের কাছে,
নৌকাখানি বাঁধা আছে,
আনমনে কুলু কুলু নদী বয়ে যায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।