রাত
- ফয়েজ উল্লাহ রবি

রাত গভীর চোখে নেই ঘুম, অনাবিল
বেদনা খেলা করে এ মনের ভিতর।
তুমি থাক অনেক দূরে ঐ আঁধারে-
হারিয়ে তোমার, খুঁজে ক্লান্ত আমি
একাকী নিশি রাত জেগে থাকি।
প্রতীক্ষায় কাটে বেলা, তুমি
দূরে বসে দেখ খেলা।
নিথর শীতল দেহ
নীরব হাহাকার
তুমি হীন এই
বুকে আগুন
জ্বলে যুগ
অনন্ত
কাল
যে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।