সাঁঝের সানাই বাজে ঐ
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ

আমার গাঁয়ে টিনের চালা
ছোট ছোট মাটির বাড়ি,
আমার বাড়ির সামনে দিয়ে
রোজ চলে গরুর গাড়ি।

আমার গাঁয়ে তরুর শাখায়
কত পাখি করে বাসা,
রোদে পুড়ে আর জলে ভিজে
চাষ করে গাঁয়ের চাষা।

আমার গাঁয়ের শীতল ছায়ায়
জুড়ায় সবার মন প্রাণ,
আম কাঁঠালের শাখায় শাখায়
শুনি কোকিলের কুহুতান।

আমার গাঁয়ে সাঁঝের বেলায়
রোজ সাঁঝের সানাই বাজে,
গাঁ যে আমার সবার সেরা,
নিখিল বিশ্ব জগত মাঝে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।