আলসে আমি খুব
- মুহাম্মাদ শরিফ হোসাইন

আমি যৎসামান্য লোক
আমি ভাবুক;
আমি আলসে খুব।

পরীক্ষার আগের রাত; সে অনেক দূর
আপাতত আঙুলের ডগায় থাকুক ফেসবুক।

আয়া আসবে না ?
এক-দু'রাত না খেলে কিছু হয় না।
কাপড় নোংরা ?
খবর রাখি না।
এতো কথা ! চুপ থাক - চুপ-চুপ।

চুল-দাঁড়ী বড্ড বেহায়া
উঠে রোজ-রোজ
মনেই থাকে না কাটতে হাতের নখ।

কাপড়ে উদ্ভট গন্ধ,
জুতা জোড়া ময়লায় ভরপুর
তেলাপোকার বিচরনভূমি
আমার উদল বুক।

ত্রিশের কোঠা পূর্ণ হউক
তবে হবো তোমার স্বামী-সরূপ।

রুচি, খাবার আর পোশাক
এসব নিয়ে ভাবে কোন মহারাজ?
একটা কথা বাকি আছে
মনের কাজে আমি গোছানো খুব।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।