পাগলী!!
- ফয়েজ উল্লাহ রবি

পাগলী !! এলি যখন ফিরে
আয় দেব না আর বকে
দু'হাত মেলে ডাকছি তোরে
আয়রে আয় এই বুকে।
আমার স্বপ্ন যতো তোমাতে
তুমি হীন আমি একাকী
অপেক্ষায় আছি সদা প্রভাতে
সত্যি বল, তুমি আসবে কি?
সয়না আর দেরী কাঁদে মন
হারিয়ে তোমায় পাগল যে,
বুঝ না দুঃখে আছি কেমন
বদলে গেছি আগের আমি সে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।