স্মৃতি তুমি বেদনা …
- সৌম্যকান্তি চক্রবর্তী
শুকিয়ে যাওয়া নদীর জলধারার মত
অতীতের স্মৃতিগুলিও একদিন ,
বিস্মৃতির গভীরে লুকিয়ে যায় !
শুধু মৃত নদীর চরে যেমন জলধারার
চিহ্ন থাকে , সেই রকম হৃদয়তট ও
স্মৃতির চিহ্ন রাখে , মনের গহনে সেই
অমলিন স্মৃতিগুলি কখনো হাসায় , কখনো
দুঃখ দেয় , কখনো বা শিহরণ জাগায় !
এই স্মৃতিগুলোই গভীর অন্ধকারে
আলোকবর্তিকা হয়ে যায় , আবার
স্মৃতিভেদে আলোকিত মনকে ও
অন্ধকারে নিমজ্জিত করে ! তাই স্মৃতিগুচ্ছ
কখনো সুখস্মৃতি হয় আর কখনো বেদনায়
পর্যবসিত হয় , হারানো স্বপ্ন কেঁদে যায়
হৃদয়ের বেদীতে , সেই বেদনার্দ্র স্মৃতি
সত্যই বড় আঘাত দেয় মনকে ....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।