মনে পড়ে
- ফয়েজ উল্লাহ রবি

খুব অনুভব করি সেই দিন গুলো
স্মৃতির পাতায় উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমলে
সাদা কাশ বন, গাঁয়ের মেঠো পথ
আঁকা বাঁকা ছোট নদী চলে নিরবধি
বিস্তর প্রান্তর খোলা মাঠ
আকাশ যেখানে মিশে মাটিতে।
খুব অনুভব করি, সেই ছোট বেলার দিন গুলো
কাঁচা আমের বর্তা, বৈশাখী সবজী চৌদ্দ পদের সমাহার
পাব কি ফিরে আর কখন?
সেই দিন গুলো
আজও মনের কোণে ব্যথা হয়
ভাবতে বড় কষ্ট হয়
বাংলা তোমায় আজ বড্ড বেশি মনে হয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।