প্রথম বিরহ
- শাওন সারথি ২০-০৫-২০২৪

আজিকার যত পাপতাপ মিলিয়া যাক ধুলায়,
বিবর্ণ সে প্রস্ফুটিত তব রঙ্গিন সে কুলায়।
ঘন যামিনীর কোলে মাথা পেতে রও
পূর্ণ তুমি শশী হে
হৃদয়ে ব্যাকুল আকুলিয়া ভাসি
শুভ্র সূচনা তুমি যে,
তোমারও লাগিয়া বাজিছে সদাই
এই প্রাণ জানে যাহা যে,
বিশ্ব নিখিলের প্রাণের স্পন্দে
এই যে গান সে তুমি হে।
তব বিরহ তব অশ্রু যেন প্রণয়ের স্বচ্ছ জল,
আনন্দেই যেন আনন্দিত হয় আনন্দ উজ্জ্বল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।