মোনাফেক
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

যোহর-আসর-মাগরিবে, দেই নামাজের বোল,
ফজরে ঘুমে মত্ত্ব, এশায় আড্ডায়-শোরগোল।
জুমা আর ঈদে করি ঈমামের শাসন,
কখনো বা দাড়িয়ে দেই রাজনিতি-ভাষণ।
চুপ মেরে বসে থাক, বে-নামাজীর কথা নাই,
আমি হাজী নামাজী, যাহা বলি শোন তাই।
গত কাল ঈমামসাব পড়েনিক এশরাক,
ঘুম থেকে উঠে শুনে আমি হই নির্বাক।
বুখারীতে পড়েছি, আমল কর হে,মুমিন,
তাহাজ্জুদ-এশরাক, আর আওয়াবীন।
কিন্তু মোদের ঈমাম সাব, করিছে এপাপ,
কোন মতেই তারে, যায়না করা মাপ।
বদলাও ঈমাম, আনো নবাগত,
প্রয়োজনে বেতন বৃদ্ধি, আরও দুই শত।

রাসূল(সঃ)বলে, নহে মুমিন, নহে মুসলমান,
মোনাফেক তুই, অবধারিত নিকৃষ্ট জাহান্নাম।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।