নির্বাচন
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
এলো সাধের নির্বাচন, রাজনীতি কি বোঝো ?
বিরোধী দলের চৌদ্দ পুরুষের, দোষ যত খোঁজ।
চলন বাঁকা, বলন ফাঁকা, মেজাজ অতি রুক্ষ,
ছিদ্রান্বেষী, বিশ্লেষণ করে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম।
আপন নেতার যত কথা, সবইতো অমর বাণী,
গরীব দুখীর কষ্ট দেখলেই, চোখে আসে পানি।
যত স্বভাব, যত কু-ভাব, ফুলের মতই পবিত্র,
দারিদ্রতা যাদুঘরে, পাল্টে দেবে সব চিত্র।
দ্বারে দ্বারে ভোট ভিক্ষা মাগে, কড় জোড় হাত তবু,
কত প্রশংসা, কত পায়তারা, জনগণ-ই যেন প্রভু।
মনোরোগ, গণ সংযোগ, নীচু হাত সদা খাড়া,
উজ্জ্বল মুখ, গণ বিমুখ, একশত চৌচল্লিশ ধারা।
মেকিয়া বেনির অমর বাণী, সকল ধোঁকা-ই মাপ,
বৈধ ধোঁকা, অবৈধ নীতি, গণতন্ত্রের মহা অভিশাপ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।