মহামারী
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
আজ আমরা যাচ্ছি কোথায়, বিবেকের মাথা খেয়ে,
যতই খুঁজি সুখের স্বর্গ, বিপদই আসে ধেয়ে।
বিনোদন নামে বেলাল্লাপনা, ছেড়েছি নীতির হাল,
আঁধার পথে দিচ্ছি ঠেলে, অগ্রবতী কাল।
আধুনিকতার নামে করছি লালন, যত অপসংস্কৃতি,
মিথ্যে মায়ার মিথ্যে মোহে, পিষ্ট আদর্শ নীতি।
নেট নিষিদ্ধ ওয়েবসাইট গুলু বাড়ছে দিন দিন,
তার কুফল যুবক যুবতী চরম চরিত্রহীন।
ডিস কালচার উপহার দিচ্ছে অসভ্য এক জাতি,
পরক্রিয়ার মহামারী ধ্বংসের কাল রাতি।
এ অভিশাপ থেকে, পায়না রেহাই, সদ্য নব জাতক,
শত হত্যা-গুম-কলহের, পিতা-মাতাই ঘাতক।
এ ভাবে আর চলবে কত, কত দিন আর বাকি,
শুদ্ধ হওয়ার আগেই যদি, নিভে যায় এই আঁখি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।