পরাধীন হব
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ০৩-১১-২০২৪
আয়রে আবার পাক ব্রিটিশরা
আয় ধেয়ে আয় অন্য জাতি,
কেড়ে নে এই মুখের গ্রাস
আমার বুকেই মার রে লাথি।
কর বোনের ঐ বস্ত্র হরণ
উচ্ছেদ কর এই ভিটে-মাটি,
স্বাধীন দেশের শত্রু চেয়ে
পরাধীনতা অনেক খাঁটি।
আমার পিঠেই চালা চাবুক
কর রে আবার অত্যাচার,
জুলুম যতই সয়ে যাব
চাইবনাতো আর বিচার।
দে হাতে পায় শিকল বেঁধে
লাথি মেরে ভাঙ্গ পাজর,
কোমল স্বর কঠিন হলেই
কণ্ঠনালী চেপে ধর।
আয়রে ঐ মাংশ খেকো
রক্ত কণা চুষে খা,
কর হরদম গণ নিপীড়ন
শুকাতে দিস্ নে ঘা।
দেরে দে আগুন জ্বেলে
অগ্নি কুণ্ডে দে ফেলে,
পিতা খায় পিষ্ট-পিষে
দোষ কি তুই ছিঁড়ে খেলে।
ভোলা মায়ের শোক-তাপ
যত পারিস দে অভিশাপ,
স্বাধীন নামে ধোঁকার অধীন
বেঁচে থাকা মহা পাপ।।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।