বৈশাখের আগমনে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ

গেছে চলে চৈত্র মাস বৈশাখের আগমনে,
আর না হেরি মধুকরে নীল কমলকাননে।
ছুটে না ভ্রমর পদ্মবনে আসে না ধেয়ে অলি,
বৈশাখের আগমনে শুকিয়ে গেছে ফুলকলি।

ভর দুপুরে প্রখর রোদে প্রাণ করে আনচান,
পাড়ার ছেলে দিঘির জলে করে রোজই স্নান।
পুকুরপাড়ে নিমের গাছে প্রাণ সুশীতল ছায়া,
বৈশাখের তপ্ত রোদে মাটির বুকে আছে মায়া।

বৈশাখের কাঠফাটা রোদে শুকিয়েছে নদী-পুকুর,
পথিক চলে ছাতা হাতে, ধূ ধূ করে যেথা রোদ্দুর।
পানকৌড়ি জলে দেয় ডুব, রাজহাঁস জলে চরে,
গাঁয়ের বধূ কলসী কাঁখে জল নিয়ে যায় ঘরে।

বৈশাখে সাঁঝের বেলায় নাট মন্দিরে কীর্তন গান,
খোল আর করতাল ধ্বনিতে জেগে ওঠে সারাগ্রাম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।