সে জানত প্রতিবন্ধকতা তার
- অরুণ কারফা
সে জানত প্রতিবন্ধকতা তার
ছিল বটে একটা
যেমন হয়না কো হাতের সমান
আঙুল সব কয়টা
তাই তো পারত না অনেকের মত
পালিয়ে গিয়ে বাঁচতে
দুঃখী-জন সমাজে যখন ঠিক
চাইত তাকে পাশেতে
ঝড় ঝঞ্ঝা সয়ে নাজেহাল হয়ে
দাঁড়াত তাদের সাথে
পরার্থপর এমনও কেউ হয়
কেবলি কল্পনাতে।
তার দুর্বলতা বলতে, মনেতে
ছিলনা কোন গর্ব
মাটিতেই থাকত রাখা পা, না পেতে
চাইত হাতে স্বর্গ
এটাই কি ছিলনা সমাজে, তার
কম বড় অপরাধ
প্রায়শ্চিত্তের হয়ত মনেতে
জেগেছিল তাই সাধ
যারা মনে করত তাকে, তাদেরই
দৃঢ় প্রতিদ্বন্দ্বী
মনে মনে আঁটল কুবুদ্ধি আর
ভয়ংকর ফন্দি
সারাটা দিন ধরে বিচারটা সেরে
তারা শাস্তি দিল যা
দুঃখের বিষয় একটাই যে, এবার
তা মানল না জনতা
দিনের শেষে যেই অভ্যাস বশে
শিকারে বেরোল তারা
শিকারি এবার শিকার হয়ে গিয়ে
বদলেই গেল ধারা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।