ভস্মের কনা
- শাওন সারথি - অতি প্রাকৃত

ভস্মের কনায়
দিলেম ঢাকিয়া,
ইতিহাসের যাচিত লয়।
কালো কালো ধোঁয়া
আকাশে মাখিয়া,
সে কথাই বুঝি কয়!
সে কালো আকাশে
উঠেছে গর্জন,
বৃষ্টি নামিবে শেষে।
ভস্ম আমার
সে কালো বিজনে,
গিয়াছে তোমাতে ভেসে।
সে বিজনে তুমি
দিয়াছিলে দেখা,
ইতিহাসের সে লগ্ন।
ভস্ম আমার
মিশে ভেসে গেছে
ছিলনা তোমাতে মগ্ন!
নহে বিচলিত, তুমি
নও তো পরিতাপ,
সে কথা বলিব বলে,
ভস্ম আমার
আকাশে ছড়ায়ে
বৃষ্টির জলে জ্বলে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।