মায়ের জন্যে নিবেদিত পঙক্তি
- শাওন সারথি - উড়ন্ত ভাবনাগুলি

আমি তাহারও লাগিয়া করিয়াছি সূচনা,
যে আমারে করিয়াছে রচনা!
তাহার অমৃত অম্বর শেষে
আমি তাহাতে হইয়াছি প্রকাশে।
শত যুগে যুগের লালিত অন্তরের পাশে,
নিরবে তাহারে অনন্ত ভালোবেসে।
যে আমারে দেখিতে পায়
খুব আপন করিয়া,
এই যে অপার বিশ্ব সভায়
হৃদয়ে ভরিয়া।
আমি তাহারেই দিয়াছি ঢালি
সকল প্রভাতের পূজায়,
সমগ্র সত্তা যেথায় অনন্তে একাকার
কেবল তাহারে সাজায়!
তাহারও লাগিয়া রুধি নাই
কিছু আর,
যদি চাহে, তবে ডিঙ্গুতে রাজি
অনন্ত পারাবার!
তবু তাহারে আমি রাখি নাই কভু
এই অন্তরের অধরে,
সে যে সসীম হইয়া মিশিয়াছে প্রভু
অসীম নীল চাঁদরে!
আমি কী করিয়া তাহারে
বুঝিতে পারি?
সে বুঝে যত সহজে!
তাহারি সাথে সবই যে শূন্য
ধূসরতা সদা কাগজে।
তাইতো আমার শত হাসাহাসি
অকুল দুঃখ আর অনন্তে ভাসাভাসি,
পূজারি প্রহরে, তাহারি চরণে,
যেন সবই দিয়াছি লুটায়ে।
যেথায় সে আমায় লিখিয়াছে কবিতায়
অদ্ভুদ পুষ্প ফুটায়ে!

.......শাওন সারথি২.৯৬৫'............


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।