স্বপ্ন প্রদীপ তুমি
- রুহুল আমীন রৌদ্র

কি আছে আর আমার মাঝে,
সবই তো তোমাতে বিলীন,
এ লেপ্টে থাকা দুঃস্বপ্নের গ্রাস,
এলোপাথারি ত্রাস,
তিলে তিলে আজ লীন।
নিশীথের ঘোর মুছে দিয়ে,
রুখে দিয়ে দুঃস্বপ্নের নখর,
তুমি এলে স্বর্গসুধা নিয়ে,
কেঁটে গেল বিষাদ প্রহর।
আজ উত্তাল সায়রে ভাসবো দু'জন,
স্বপ্ন প্রদীপ নিয়ে,
অদ্রীসম দুঃস্বপ্নেরা,
যতই আসুক ধেয়ে।
আসুক যতই ঝড় ঝঞ্ঝা,
সীমাহীন জলোচ্ছ্বাস,
কাটিয়ে যাব হাসিমুখে,
সকল সর্বনাশ।
সীমাহীন ভালবাসায়,
স্বর্গ দেবো চুমি,
তিমির ঘেরা এ জীবনে,
স্বপ্ন প্রদীপ তুমি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।