অনুনয়
- শাওন সারথি - কি চির সত্যেরে দেখাই
হে আমার প্রভু,
আমার দুপাশে পাপের সম্ভার।
আমিতো জানি কেবলি জানি,
তুমি ছাড়া আর কেউ না আনি
আমারে আবিষ্কার!
সেই যে প্রথম জন্ম দিবসে
দিয়াছিলে মোরে নিষ্পাপ আসনে।
তখন তো কোন পাপ
মোরে করে নাই স্পর্শ!
তখনও কোন অন্যায়
আমাতে হয়নাই উৎকর্ষ!
আবার কি পারনা?
সেই জন্মের সূচনায় মোরে
করিতে কামনা।
সকল পাপ হইতে ছাড়ি
করিতে তোমারি।
যেন সত্য আর সুন্দরের পূজারী!
আমি যে কেবলি তোমারে শুধাই,
দেখ দেখ আমারে দেখ
আমি যে পাপেতে বোঝাই।
আমি যে আর পারিনা প্রভু,
এই যে বোঝা টানিতে কভু।
এখন আমারে কর যে করুনা।
তুমিই যে আমার শক্তি দাতা,
মুক্তি, অন্ন আর
অসময়ের ত্রাতা।
তাই তোমাতেই অনুসুচনা।
এই অনুনয় রাখি সর্বদাই,
তুমি ছাড়া মার্জনা!
আর যে কেউ নাই,
সে কথাই প্রভু ক্ষণে ক্ষণে
কেবল তোমারে জানাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।