মাতৃপ্রণাম ..
- সৌম্যকান্তি চক্রবর্তী
তোমায় স্নেহের ছায়ায় ধন্য যে হয় প্রাণ ,
মা তুমি আমায় দিয়েছ কতই ভালোবাসার দান !
লালিত করেছ চিরকাল আর চাওনি তো প্রতিদান ,
তোমার চরণে জানাই মাগো শতকোটি প্রণাম !
বিশ্ব চরাচরে মায়ের নেই তো কোনো বিকল্প ,
মায়ের ভালোবাসার ঝুলি কখনো হয় না অল্প !
আত্মত্যাগের মহিমাতে সদাই মায়েরা ধন্য,
মায়েদের প্রাণ হয় বলিদান সদাই শিশুর জন্য !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।