ভারত সংগীত ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
ভারত আমার স্বদেশ আমার আমার জন্মভূমি !
তোমার স্নেহধারায় আমায় শীতল করলে তুমি !
ভারত আমার মাতৃভূমি ভারত আমার আশা ,
ভারতমায়ের সন্তান মোরা ভারত অভিলাশা !
দুঃখে কষ্টে আনন্দে তাই তোমার চরণ চূমি ,
( আরেক বার )
ধনধান্যে পুষ্পে ফলে ভারত অভিজাত ,
জাত্যাভিমান ধর্মে কর্মে পৃথিবীতে খ্যাত !
আমার দেশের মত দেশ আর ভূভারতে আছে কমই !
( পূনর্বার )
শান্তিতে আর ভাষাসংযমে পৃথিবীতে পরিনত !
আদর্শে আর ধর্মবাণীতে যুগে যুগে উদ্যত !
ভারতমাতায় পৃথিবীর সবে পুনঃ পুনঃ যায় নমি !
( পূনর্বার মুখরা )
( সুর আলো আমার আলোর মত )
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।