কি দোষ করেছি
- ফাইয়াজ ইসলাম ফাহিম - কি দোষ করেছি
কি দোষ করেছি আমি
তোমায় ভালবেসে,
এ্রখন আমার রাত কাটে না
দিন কাটে না হেসে।
তোমার জন্য চোখের পানি
ঝরে-ঝর-ঝর,
কেন তুমি আমায় ছেড়ে
করে গেলে পর?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।