নিঃসঙ্গ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কষ্টে কষ্টে ভরে গেছে
আমার এই বুক,
আর বুঝি মিলবে না
সুখের দেখা মুখ।

নিঃসঙ্গ জীবনে আমি
বড় একা,
কবে তুমি প্রিয়সী
আমায় দিবে দেখা!

নিঃসঙ্গ একা একা
আর লাগে না ভাল,
কষ্ট পেতে-পেতে
মনটা আমার ভেঙ্গে চুরে গেল?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।