ভালোবাসার খোঁজে
- আবু নাছের জুয়েল
একলা কাঁদি নিরজনে,
এই পৃথীবির অগচরে,
ভালোবাসা যাই খুজে যাই,
সব চোখের অগচরে৷
একলা পথে যাই হেঁটে যাই,
মন বসে না কোন কাজে,
বৃষ্টি দেখে আজও কাঁদি ,
একলা শুধু তোমায় ভেবে,
ভালোবাসা যাএ খুজে যাই,
রিম ঝিম এই বৃষ্টি মাঝে,
তপ্ত রোদে একলা পুড়ি,
ছায়া খুজি তোর গলিতে
সব হারিয়ে তোরে খুজি
আকাশের ওই রংধনুতে৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।