অদৃশ্যের সংবাদ
- মুহাম্মাদ শরিফ হোসাইন

একদা জৈনক ব্যাক্তি উটনী হারায়ে
নিরুপায় হইয়া আসিলেন নবীর দরজায়।
মুখবিরুল-গায়িব নবী দয়াল হইয়া
বলিলেন - ওফাদে কায়েস পাহাড়ের পাদদেশে
তোমার উটনী দাড়াইয়া রহিছে ঠায়।

পথিমধ্যে সাহাবী এক শুধালেন
কোথায় যাও, দাড়াও তো ভাই ?
উটনী হারায়ে চলেছি এখন বহুদূর; ওফাদে কায়েসের লয়ে।
সাহাবা কহিলেন - এতো দূর পাহাড়ে উটনী আছে ?
নবী জানিবেন ? তাহার কি কোন উপায় আছে ?

আল্লাহ্‌ পাক বলিয়াছেন -' নবী গায়েব জানেন;
এই কথা অবিশ্বাসী'রা সত্যিই কাফির হইয়া যায়।'
আমি রব হইয়া হাবিবের শানকে উঁচু করিয়াছি
তোমরাও পালন করো, সুন্নতে ইলাহী ইহাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।