এখন কাঁদতেও ভুলে গেছি
- রুহুল আমীন রৌদ্র

এখন কাঁদতেও ভুলে গেছি !
পাথর লোচন রক্তগঙ্গায় স্নান করে করে,
হয়ে গেছে রক্তিম গোধূলী।
নিশীথের যমতিমির প্রতিক্ষীত রেটিনায়, ভালবাসার স্বপ্নশশী বিষাদ গ্রহণজালে, ঘোর অমাবস্যায় স্তব্ধতা,
আমি ভুলে গেছি আমার অভিপ্রায়, স্বপ্ন স্বাধীনতা।
ভুলে গেছি বেঁচে থাকার প্রেরণা,
কুমারী প্রিয়ার কোমল পরশ।
পুড়ে পুড়ে পাল্টে গেছে হৃদয় খোলস,
নির্বাক পাথর হৃদে বেঁচে আছি,
শুকনো নদের চৌচির হাহাকার নিয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।