নীল চাঁদ ও আমি
- শাওন সারথি - অতি প্রাকৃত
ক্লান্ত অবশ্রান্ত দিনের শেষে সন্ধ্যা আসে,
পাখির ডানার ঝাপ্টায় উড়ে যায় চিল,
বাদুরের চিকন শ্বর!
ক্লান্ত প্রাণ এক পায়
অন্ধকারে বসিবার দুদন্ড অবসর।
বাতাসের ঘ্রাণে চোখ মেলে নারিকেলের শাখ,
নদীর ঢেউয়ের মত
সমস্ত বাড়ী ভ্রমণ শেষে উজ্জ্বল নক্ষত্র বেশে
ধরা দেয়।
তেমনি দেখেছি তারে, অন্ধকারে,
এই প্রাণের পর।
আমাদের মুখোমুখি বসিবার যেন
দুদণ্ড অবসর!
অজস্র ক্রোশ দুরে ভেসে যাওয়া মেঘের আঁশ,
অন্ধকার ফুঁড়ে নক্ষত্রের ফাঁদ।
তবু ক্লান্ত প্রাণ পায় যেন
জীবনের সাধ।
দুদণ্ড মুখোমুখি বসিবার
একা নীল চাঁদ।
.........শাওন সারথি২.৯৬৫'............
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।