আমার লাশ
- আবু নাছের জুয়েল
আমি আহত,আমি বোধহীন
আমার সঙ্গি শুধু কিছু রক্ত
আমি আহত আমি বোধহীন
হয়ত আমি মৃত৷
এইতো কিছুক্ষন আগেও,,,,,
হাঁটছিলাম উদাস নয়নে,
হঠাৎ সেই তৃব্র আঘাত
এর পর কিছুটা আহত,এখন বোধহীন
হয়তো আমি মৃত৷
পচন্ড ঝড় বৃষ্টির রাত আজ
আমি ভিজছি আর ভিজছি
তবু আমি বোধহীন ,হয়ত মৃত ?
বৃষ্টির এ জলে ধুয়ে মুছে যাচ্চে ধরনী,
হয়তো এ বৃষ্টি নয়,
এ আমার মায়ের চোখের সে জল
আমি মা বলে ডাকতে পারছি না
তবে কি সত্যিই আমি মৃত ?
আর কেঁদ না হে ধরনী
আর কেঁদ না গো মা
এবার ক্ষনিক হেঁসে আমায় তুমি বিধায় দাও না৷৷৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।