আড়ালে আবডালে
- শাওন সারথি - উড়ন্ত ভাবনাগুলি
আড়াল হয়েই থাকবে যদি আড়াল হয়েই থাকও
বাঁকা পথের বাঁকটি ঘিরে কেনই আবার ডাকো!
কেনই আবার ডাকো ওই পথের ধারেই বসে,
যুঁই চামেলি শাপলা হলুদ সরষে গন্ধ চষে!
আমার চোখেই চোখ পড়তেই হঠাৎ থমকে যাও,
লাজুক ঠোটে লাল আভরণ কিছুই না শুধাও!
চোখের উপর চোখ পড়তেই সরাও চোখের ছায়া,
চোখেই নিচেই জমাট বাঁধে আড়াল চোখের মায়া।
চোখের ভাষা বুঝতে গিয়ে চোখেই ভাসে ধাঁধা,
সহজ তবু কোথায় যেন আড়াল থাকেই আধা।
দরকার নেই ডাকার, তুমি আড়াল হয়েই থাকো।
আড়াল হয়েই আড়াল মনে আড়াল ছবি আঁকও!
.........শাওন সারথি২.৯৬৫'.........
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।