উপহার
- শাওন সারথি - উড়ন্ত ভাবনাগুলি
বন্ধু তোমাকে আজিকে দিলাম
নতুন এক সূর্য।
চোখ মেলিয়া শুধু একবার দেখ
মুঠে নাও তার গর্জ!
যে সত্যে দিয়াছিল দেখা
তোমার সাম্রাজ্য,
তোমাতে আমাতে মিশিয়া বন্ধু
জন্ম যে অনিবার্য!
যে রক্তে ঝরিয়াছিল সেদিন সে
নীল গা ভাসিয়া,
লণ্ঠন তাহার নিভু নিভু আলোয়
জ্বলিয়াছিল সে লগ্ন ত্রাসিয়া!
সে আলোয় বন্ধু একবার দেখ
তোমার হাতেই বন্ধি,
সূর্য তখনও আসমানে পোড়ায়
জীবন নামের সন্ধি।
বন্ধু তোমাকে আজিকে দিলাম
নতুন এক সূর্য।
চোখ মেলে শুধু একবার দেখ
ভীষণ কি এক আশ্চর্য!
.........শাওন সারথি২.৯৬৫'............
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।