অনেক কথাই বলার ছিল
- অরুণ কারফা

অনেক কথাই বলার ছিল
হলেও অনেক বলা
অনেক পথই চলার ছিল
হলেও অনেক চলা।

অনেক ফুলই সুগন্ধ দিল
রইলেও অনেক বাকি
অনেক কুসুম ফুটলই না
দিয়ে সময়কে ফাঁকি।

অনেক রাতই জাগা হল
রইলেও অনেক পড়ে
অনেক দিনই কেটে গেল
কাজ ফুরালনা ক’রে।

অনেক চিত্ত হল নিমিত্ত
হৃদয় নিরাশায় ভ’রে
অনেক সৌন্দর্য হল কদর্য
তোমার গুণের তরে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।