খুশী হলেম না শুনে
- অরুণ কারফা
খুশী হলেম না শুনে
আমার ঠিকানা দিয়েছে তোমায়
যারা আছে ধনে মানে।
খুশী উপচে পড়ত বুকে
শুনতাম যদি ঠিকানা পেয়েছ
আর্ত লোকের মুখে মুখে।
শুধু কথায় নয় কাজে
রেখে যেতে চাই অস্তিত্ব
আমার তাদের মাঝে,
যারা সমস্যায় জর্জরিত
হয়েও হয়না লোকের পাশে
দাঁড়াতে সামান্য কুণ্ঠিত।
তোমার ঠিকানাও তাই
দুঃখী মানুষের কাছে পাব
আশা করি এমনটাই,
এমনটা হলেই মিলে যাবে
দুটো পথ যারা গেছে দুই দিকে
একদিন নিঃশব্দে নীরবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।