প্রভু
- ফাইয়াজ ইসলাম ফাহিম

প্রভু কে সরণ কর প্রতিদিন
তাহলে সুখের দেখা পাবে চিরদিন,
প্রভু কে না করলে সরণ
সুখ চলে যাবে চির-জীবন।

প্রভু তো কী জিনিস
তা তোরা খুব ভাল করে জানিস!
প্রভুর হাতে বাচাঁ-মরণ
তা জেনে প্রভু কে কেন কর না সরণ?

তোদের কি করেছে শয়তান ভরণ
সেই জন্য প্রভু কে করিস না সরণ
ভুলে যেও না
প্রভুর হাতে বাচাঁ-মরণ?

রচনাকালঃ
২৪জিলহজ্ব ১৪৩২হিঃ
২১নভেম্বর ২০১১
৭ অগ্রহায়ণ ১৪১৮ বাংলা
সোমবার


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।