এসো হে বৈশাখ
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ

এসেছে বৈশাখ মাস আজি এই ধরাতলে
বর্ষ নিয়েছে বিদায়, বিদায়ের অশ্রুজলে।
বৈশাখের আগমনে জাগে নব নব আশা,
পুরাতন বর্ষে জমা যত বিষাদের ভাষা।

এসো হে বৈশাখ আজি এই ধরণীর পরে,
আবির্ভাবে তব শীতের কুয়াশা যাক সরে।
মুছে যাক গ্লানি আর জড়তা ঘুচে যাক,
নিয়ে এসো রুদ্র প্রচণ্ড উত্তাপ হে বৈশাখ!

এসো হে বৈশাখ আজি হোক তব আগমন
রুদ্র প্রখর বাণে বাণে, উত্তাপ করো বরিষণ।
কুয়াশা-ঝরা সকালে, রবির প্রথম প্রভা দিয়ে।
এসো হে বৈশাখ এবার প্রচণ্ড উত্তাপ নিয়ে।

হের ঐ বসুধায় প্রখর উত্তাপের রণভেরী বাজে,
জ্বলন্ত সূর্য নিয়ে বৈশাখ, আসে অবনীর মাঝে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।