অপূর্নতা
- শাহরিয়ার মোঃ রায়হান
যদি এমন হতো
স্বপ্নগুলো সব
সওতি হয়ে যেতো
কান্নাগুলো পান্না হয়ে
এ ঋদয় ভরে দিতো
যদি চাঁদটা আকাশ হতে
আসতো নেমে
মাটির কাছাকাছি থাকতো থেমে
যদি তুমিও আসতে ফিরে
মৃতুকে পরাভূত করে
তবে তোমার প্রেমে
আমার জীবন
স্বর্গ হয়ে যেতো
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।