ঘুম পাড়ানি গান (শিশুদের ছড়ার কবিতা)
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ
আয় রে চাঁদ আয়, আয়
মা সোনাকে বুঝিয়ে বলে,
চাঁদের দিকে চেয়ে খোকন
ঘুমায় মায়ের কোলে।
নীল আকাশে তারারা ফোটে
চাঁদ হাসে জোছনায়।
মায়ের কোলে ঘুমায় ছেলে,
মা জেগে বিছানায়।
ঘুমের দেশের ঘুমের পরী
ঘুম নিয়ে আয় চোখে,
খোকন শুয়ে মায়ের পাশে
মা শুধু জেগে থাকে।
আয় রে চাঁদ আয় আয়
মা সোনাকে শুনিয়ে বলে,
চাঁদের দিকে চেয়ে খোকন
ঘুমায় মায়ের কোলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।