শ্রমিক
- হোসাইন মুহম্মদ কবির ১৯-০৪-২০২৪

কল কারখানায় শিশুশ্রম চলছে
সেই শৈশব থেকে কেউবা করে কর্ম,
মহাজন মুখেই নীতিকথা বলছে
শ্রমিক সবে মানুষ নাই কোনো ধর্ম।
:
কত নিয়মনীতি হয়না কভু পূর্ণ
ন্যায্যমূল্য পাওয়ার নিশ্চয়তা চায়,
মাস শেষের আগে পকেট হয় শূন্য
কাজের বিন্দু ভুলে কঠিন শাস্তি পায়।
:
যারা মঞ্চে উঠে শ্রমিকের দাবি নিয়ে
লোকের বিড়ে তারাই দেখো ছদ্মবেশী,
আবার কেউরাখে মিছে সান্ত্বনা দিয়ে
ওরা শ্রমিক দাবি আদায়ে পারদশী।
:
তবু ব্যর্থ হয়না ন্যায্যমূল্য পাওয়া
এক মুঠোই অন্ন শ্রমিকের চাওয়া।

০১/০৫/২০১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।