পড়তে বোলো না ..
- সৌম্যকান্তি চক্রবর্তী

মাগো আমায় পড়তে বোলো না ,
সকাল থেকে উঠেই শুধু পড়া !
এখন আমি পড়ব না মা মোটেই
এখন আমার সকল পড়া সারা !

তুমি বলবে পড়লি কখন বল্ ?
এখন কি মা পড়ার বয়স আমার ?
আমি এখন খেলতে যাবো মাঠে
সঙ্গ দেবো সূর্য চন্দ্ৰ তারার ;

সন্ধ্যে যখন সূয্যিমামা পাটে ,
আমি দেখি আকাশটাকে তখন !
মেঘের মাঝে মুখ ডুবিয়ে যেন
সূয্যিমামা নিদ্রা গেছেন যেমন ;

তুমি তখন আবার বলবে খোকা ,
বই নিয়ে আয় একটিবারের মত
পড়বি যতই বুদ্ধি বাড়বে তোর ,
পড়বি না তো হবি গাধার মত !

আমি বলব মাগো তোমায় বলি ,
নিয়ম করে পড়তে বোলো না !
পড়ব আমি আমার মর্জিমত ,
তখন তো আর করবো না গো মানা !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।