কত ভুল করব ?
- সৌম্যকান্তি চক্রবর্তী
বলো আর কত করব আমি ভুল ,
বলো কত দেব আর আমি ভুলের মাশুল ,
জীবনে ভুলের পাহাড় গড়েই চলেছি ;
আর ভুল করব না সেটাও বলেছি ,
তবু জেনে কভু না জেনে ,
ভুলের পাহাড় টেনেছি এনে ;
জীবনের প্রতি বাঁকে করেছি যে ভুল ,
এই ভুল একদিন হয়ে যাবে শুল !
বলতো জীবনে কার ভুল হয় না ?
ভুলের সে খেসারত দিয়ে হয় না ?
সে ভুলের মেঘে যদি ভুলের শোধন হয় ?
সেই শুদ্ধি যদি বুদ্ধি হয়ে ঠিক কথা কয় ?
সেই ঠিক তবে হবে বিধাতার দান ,
হে বিধাতা দাও আমায় পথের সন্ধান !
সন্ধানে সিন্ধু মেলে বিন্দু অনুতাপে ,
অনুতাপ যদি পারে পোড়াক আমাকে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।