শ্রমিক দিবস ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
আজ শ্রমিক দিবস পয়লা মে ,
দুনিয়ার সকল শ্রমিক , মজুর ;
এটা তোমাদের দিন , আমাদের দিন ;
কেন আমাদেরও দিন ?
আমরা তোমাদের সাথে একাত্ম হয়ে
এটাকে আমাদের দিন বলছি ,
পয়লা মে সেই রক্তস্নাত দিন ,
যেদিন নিজেদের দাবী রক্ষার্থে
শ্রমিকেরা রক্ত ঝরিয়েছিল ,
ফাঁসির দড়িতেও হাসতে হাসতে
দিয়েছিল প্রাণ , সেই স্মৃতি আজও
অম্লান , তাইতো আজকের শ্রমিককুল
দেখছে সুদিন , অতীত বিপ্লবের
পাচ্ছে সুফল , তবুও আজও তারা
একাধিক অবিচারের শিকার ,
আশা রাখি কোনোদিন এরও
হবে প্র তি কা র !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।