অভিমানী ঘুমে
- রুহুল আমীন রৌদ্র
আমাকে এখন খুঁজে পাবে মাটির খুব কাছাকাছি,
দম্ভের সবগুলো প্রাসাদ মাঁড়িয়ে,
তিলক্রমে নেমে এসেছি দূর থেকে,
খুব কাছে।
যেখানে, যে মাটির বুকে মিশে আছে, তোমার পবিত্র ভালবাসার
দুর্লভ দেহাবশেষ,
কাছে পাবার ব্যকুল তিয়াস তিক্ত,
মনোহরা চাহনি,
নির্বাক রক্তকমল ঠোঁট,
দুর্নিবার স্বপ্নময়তা,
আর সুদীঘল কুন্তলের কোমল পরিমল।
যেখানে শুয়ে আছো, চির অভিমানী ঘুমের
দুর্ভেদ্য প্রাচীর গড়ে।
আমায় এখন খুঁজে পাবে খুব কাছে,
তোমার ওই মাটির গৃহের দুর্বা ছাওনির পাশে।
চোখ মেলে দেখো,
বকুল পু্ষ্পগগুলো আজও ঝরে প্রত্যুষে,
তোমার অঞ্চল পরশ পাবে বলে,
একটি পু্ষ্পমাল্য হবে বলে।
কই, তুমি তো আসো না,
প্রতিক্ষায় ওরা অভিমানে শুকায়।
বড্ড অভিমানী ছিলে তুমি,
কখনোই বুঝতে চাইনি তোমায়,
আজ ধসে গেছে আমার সব,
শুধু তরতরে বেড়ে উঠেছে তোমার রোপিত
নির্বাক ভালবাসা।
এই দেখো,
তোমার দেয়া বকুল মাল্য অবহেলায় শুকিয়েছে,
তবু গন্ধটা আজও শুকায় নি।
আজ পড়েছি তা গলে,
ভিজিয়েছি চোখের তপ্ত জলে,
যদি তুমি আর একবার আসো চলে !
---০---
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।