কাব্য প্রেমী
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ০৩-১১-২০২৪

কবিতা চোর বলে, তোমায় আমি, করিবনা হেয় জ্ঞান,
তুমিই দিয়েছ এই কাব্য লেখার চির সার্থক প্রতিদান।
হৃদয় খুলে, রেখেছো তুলে,যেথায় বাঁচে যত কবি প্রাণ,
আমারি সুরে, গেয়েছো তুমি, অমর কাব্য প্রেমের গান।
কবিতা তোমায় কাছে টানে, তাই কাব্য সুধা-পান কর,
আমি যত লিখি, প্রতিভা কিসে, যদি তুমি তাহা না পড়।
আমি করিয়াছি সৃজন, এই কাব্য দেহ, তুমি দিয়াছ প্রাণ,
তুমিই আমায় করিয়াছ কবি, দিয়াছ যত প্রতিভা সম্মান।

এসে কাব্য রথে, কবির পথে, করিয়াছ আলোক ময়,
আমি চির ঋণী, প্রতিভা কিনি, তুমিইতো দিয়াছ জয়।
কাব্য নেশায় মত্ত্ব তুমি, আজি কে হয়েছে বল বাদী ?
বল তারে, যে কাব্য কারিগর, সেই তো বড় অপরাধী।
কাব্য আছ, তাই কাব্য নেশা, কাব্য নিয়ে কাড়াকাড়ি,
কবির কাব্য নির্জীব হবে, যদি কাব্য নেশা দেই ছাড়ি।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।