তনু-রা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১১-২০২৪
তনুরা সব মরে যা-
আমরা সবে দাপন দেবো,
বেঁচে থাকলে সবাই মিলে
রক্ত মাংশ ছিঁড়ে খাবো।
কেন এলি এই ভুল গ্রহে ?
এই পৃথিবী তোদের নয়,
অসুর-দানব, হায়না-মানব
বহু আগেই করেছে জয়।
তুই কারে আর নিরাপদ ভাবিস
পরম শত্রু যৌবন তোর,
পিতা-পুত্র-ভাইয়ে মিলে
প্রতিশোধে মগ্ন-বিভোর।
সেনানিবাসে গেলি কেন ?
পাক সেনারাও মানুষ ছিল,
মানুষ রূপী সব পশুরা
যত সম্ভ্রম কেড়ে নিল।
সংরক্ষিত সু-রক্ষিত
নয়রে এই সেনানিবাস,
পোশাক পড়েই বসে আছে
করতে তোর ঐ সর্বনাশ।
সব হায়নারাই মাংস খেকো
করবে কেরে তোর বিচার,
রক্ষক যখন ভক্ষক হয়
রুখবে কে আর অত্যাচার।
বেঁচে থাকলে জন্ম দিতি
তাদের মতই হিংস্র দানব,
ব্যর্থ স্বপ্ন দেখতি শুধু
দানব কভু হয়না মানব।
আমরা কি আর মানুষ আছি
তার চে ভালো চতুষ্পদ,
নইলে কি আর পিষতে পারি
আপন আপন জন্ম পথ।
তুইত মরে বেঁচে গেলি
নিত্য নরক যন্ত্রণার,
হলি তুই আজ স্বর্গবাসী
আমরা এই নরক খানার।।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।