ফেসবুক কনভারসেশন- ১
- দন্তস্য সিফাত ২৪-০৪-২০২৪

-একটা কবিতা শুনাবেন ?
উহু, একদিন একটা হাফ ঠোংগা ঝালমুড়ির কবিতা শুনাব, একরাত ফেসবুকে শুধু ইমোটিকনে কথা হবে।
একদিন উটকো ঝড়ো বাতাসে রিকশার হুড নামানো মানুষ দেখব,
-আর ....................?
একবিকালে সুখাহত কিছু মানুষের আহত পদচারণ গায়ে মাখাব, এক সন্ধ্যায় নিয়ন আলো জ্বালিয়ে জোছনার ছায়ায় মুখ লুকাব...
একটা ভাড়া করা সাইকেলে বসিয়ে তেপান্তরের পথে যাত্রা করব, চুলের গন্ধে বাতাস ভারি হয়ে গেলে হাত মুছে গান গাইব ।
-শেষ ?? :/
শেষ মনে করলে শেষ ! :D গল্পের কোন শেষ নাই, কবিতার ও
-না না, শেষ না হোক !
হাফ টিকিটে গুলিস্তান নেমে ভিড় হয়ে যাব, টেনিস বলে টেপ পেচিয়ে কারো টিনের চালে বসে থাকব......
স্কুলের টিফিন বক্সে বসে শৈশবের ঝাঁকুনি খাব,
লুকিয়ে পড়া গল্পের বইয়ের পৃষ্ঠায় ভাঁজ হয়ে বসে রব
কৈশোরের মধ্য দুপুরে কাকের ডাক হব, জোনাকি হয়ে চুলের মধ্যে লুকিয়ে থাকব
পদ্মার পাড়ে বসে প্রশান্ত মহাসাগরের বাতাস পান করব, তারপর ক্লান্ত হয়ে ২৫০ মিলি কোকের বোতলে দুইটা স্ট্র লাগিয়ে প্রেম গিলবো
-আর?
হাফ ঠোংগা ঝালমুড়ি কখনও ফুরাবে না, আমার সাইকেলের ঘাম, হাফ টিকিটের ছেঁড়া অংশ আর কোকের খালি বোতলের মধ্যে আটকা পড়ে থাকব দুইজন...
যেমন আমি আটকা আছি আমার আর তোমার মধ্যে,
যেমন আমি আটকা পরে আছি ফেসবুকের লাল নোটিফিকেশনের মধ্যে,
যেমন তুমি আটকা পরে আছো আমার বিচ্ছিন্ন কবিতার মধ্যে...
- ............

(ঢাকা, ২ঃ২৮, ৩-৫-১৬)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।