আসে ঐ পঁচিশে বৈশাখ
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ

আসে ঐ পঁচিশে বৈশাখ
জ্বলিছে উত্তপ্ত জ্বলন্ত রবি,
এই শুভদিনে জন্মেছেন যিনি
তিনিই বাংলার বিশ্বকবি।

তাই আসে ঐ পঁচিশে বৈশাখ
আজি এ প্রভাতে রবির কর,
তাই আসে ঐ পঁচিশে বৈশাখ,
উতপ্ত মাটিতে রৌদ্র প্রখর।

এসো হে পঁচিশে বৈশাখ, এসো
আনো অন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ,
সুপ্ত-প্রতিভা বেরুক মাটি ফুঁড়ে,
আসুক সাহিত্যজগতে নব প্রভাত।

তাই আসে ঐ পঁচিশে বৈশাখ
জাতির কালিমা মুছে যাক্,
ঈর্ষা ও ভয় দূরে সরে যাক্
এসো, এসো হে পঁচিশে বৈশাখ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।