সেই চোখদুটো
- রুহুল আমীন রৌদ্র

তৃষ্ণার কাজলসিক্ত লাজুক সেই চোখদুটো,
যেখানে নির্বাক দৃষ্টিমেলে কেটে যেত
হাজারটা বছর,
প্রণয়ের প্রলয়ে বিচূর্ণ হতো আমার সভ্যতা,
হৃদয়ের ক্যানভাসে জীবন্ত হয়ে ভেসে উঠে ক্ষণে
ক্ষণে,
বিষাদের তুলিতে আঁখিজল মেখে,
আজও মু্ছতে পারিনি তা।
তবে কি এরই নাম ভালবাসা,
প্রণয় বনে স্তরে স্তরে স্মৃতির স্বর্ণলতা,
বিষাদের গরলবাণে
শুধুই উতপাতা,
আঁকড়ে ধরলে হৃদয়টাকে,কভু আর হয়না ফিরে আসা ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।