বেওয়ারিশ লাশ ..
- সৌম্যকান্তি চক্রবর্তীআমি এক অনাহূত , শুধু পরিহাস ! আমি মর্গেতে এক বেওয়ারিশ লাশ , সময় গিয়েছে চলে , শুঁকেছে বাতাস ; কোন আশা নেই আজ , নেই দীৰ্ঘশ্বাস .. কবে যে কোথায় ছিল আমার নিবাস , কি করে যে পড়েছিল শেষ নিঃশ্বাস ? কে রাখে হিসাব তার , পেরিয়েছে মাস ! আমি এক ভাগ্যহত বেওয়ারিশ লাশ ! কেউ মনে রাখেনি আজ ফেলেনি চোখের জল , নিথর এ দেহখানি পচে অনর্গল , শুধু প্রয়োজনে ছুরি কাঁচি চলে লাশ কি ব্যথায় কথা বলে ? তবু আত্মার ব্যথা বোঝে না তো কেহ , অন্তরে কেঁদে মরে আজ মৃতদেহ !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।